Header Ads

Study abroad in Spain

একাই ৩ টি ভুয়া টিভি ও একটি ভুয়া পত্রিকার মালিক

 একাই ৩ টি ভুয়া টিভি ও একটি ভুয়া পত্রিকার মালিক 


 রিপোটার - মোঃ জনী 

আজগর আলী মানিক। করেননি ক্লাস এইট পাশও!! অথচ তিনি একটি দুটি নয় বরং ৩ টি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান যেগুলোর নাম যথাক্রমে সিটিজি ক্রাইম টিভি, সিটিজি টিভি, আই বার্তা টিভি!
পাশাপাশি আই বার্তা নামে একটি দৈনিক পত্রিকারও সম্পাদক তিনি। পৈতৃক সম্পত্তির মতন টিভি চ্যানেল গুলো স্ত্রী মেয়ে ও ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছেন তিনি। উদ্দেশ্য একটাই, ৩ থেকে ৫ হাজার টাকা করে সাংবাদিক কার্ড বিক্রি করা

চট্রগ্রামে উত্থান হওয়া এই প্রাতারক নারী নির্যাতন, যৌন হয়রানী, প্রতারণা, চাঁদাবাজী সহ অন্তত ১০ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। একের পর এক অপরাধ ঘটিয়ে চট্রগ্রামে টিকতে না পেরে গত ২ বছর ধরে পালিয়ে আছেন ঢাকার কোন একটি অজ্ঞাত স্থানে। আর পলাতক অবস্থায়ই সম্পূর্ণ ভুয়া ও অনুমোদনহীন ৩ টি টেলিভিশন চ্যানেল এবং অনুমোদনহীন নাম সর্বস্ব একটি ভুয়া দৈনিক যার নাম আই বার্তা এই ৪ টি মিডিয়ায় সাংবাদিক বানানোর নামে সারাদেশের অন্তত ৩ শতাধিক মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন জনপ্রতি ৩-৫ হাজার টাকা করে। এবং তার এ প্রতারণা অব্যাহত রেখেছেন অদ্যবধি। এবং এটিই তার প্রধান আয়ের উৎস।

অতঃপর অনুসন্ধানে প্রাপ্ত সকল তথ্য ও প্রমাণ যাচাই বাছাই শেষে আজ ভোরে তাকে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আটক করে র‍্যাবের একটি আভিযানিক দল।

No comments

Theme images by Goldmund. Powered by Blogger.