Header Ads

Study abroad in Spain

বিএনপি মহাসচিবের বিচার হওয়া দরকার : তথ্যমন্ত্রী

বিএনপি মহাসচিবের বিচার হওয়া দরকার : তথ্যমন্ত্রী

 


হাছান মাহমুদ বলেন, 'তারা দেশের সাহায্য বন্ধের জন্য চিঠি লিখেছে। এটা যদি ইউরোপের কোনো দেশে হতো, তাৎক্ষণিক মির্জা ফখরুল ও বিএনপির বিরুদ্ধে মামলা হতো। তিনি রাজনীতিতে অযোগ্য হতেন। তার বিচার হতো।' 

মন্ত্রী বলেন, 'আমি নিজেও মনে করি, এই যে দেশের বিরুদ্ধে তিনি চিঠি দিলেন, সাহায্য বন্ধের কথা বললেন, এটার জন্য তার বিচার হওয়া দরকার, বিএনপিরও বিচার দরকার।'

তিনি বলেন, 'সবকিছুতেই যখন না বলার যে বাতিক, এটি থেকে বিএনপি বের হতে না পারলে তারা যে কোথায় গিয়ে দাঁড়াবে জানি না। নির্বাচন কখনো সরকারের অধীনে অনুষ্ঠিত হয় না। নির্বাচনের সময় সরকার একজন কনস্টেবলও বদলি করতে পারে না। তখন সবার চাকরি নির্বাচন কমিশনের অধীনে হয়ে যায়। মূল কথা হচ্ছে, বিএনপির তো সরকারের প্রতি কোনো আস্থা নেই। 

তিনি আরও বলেন, 'সবকিছু নেগলেট করার তারা যে পদ্ধতি বেছে নিয়েছে, সেটিই তারা অব্যাহত রেখেছে। মূল উদ্দেশ্য হচ্ছে দেশবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে জল ঘোলা করে কোনো কিছু করা যায় কি না, সেটাই তারা করে যাচ্ছেন।'

No comments

Theme images by Goldmund. Powered by Blogger.