Header Ads

Study abroad in Spain

সাফারি পার্কের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

 

সাফারি পার্কের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক মাসে ১১টি জেব্রা, একটি বাঘ ও সিংহের মৃত্যুর ঘটনায় যদি কারও গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। 

 রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ সুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

শাহাব উদ্দিন বলেন, ১১টি জেব্রা, বাঘ, সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদনের জন্য ১০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনে কারও বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিললেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এ ঘটনায় কারও ইন্ধন বা কারা কারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করবে এ তদন্ত কমিটি। 

সুষ্ঠু তদন্তের স্বার্থে ইতোমধ্যে পার্ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে পার্ক থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

এ সময় মন্ত্রীর সঙ্গে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, একই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ, সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম ও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত।

No comments

Theme images by Goldmund. Powered by Blogger.