Header Ads

Study abroad in Spain

বিশ্বকাপ থেকে খালি হাতে দেশে ফিরল বাংলাদেশ যুব দল

 বিশ্বকাপ থেকে খালি হাতে দেশে ফিরল বাংলাদেশ যুব দল


দুই বছরের ব্যবধানে যেন আকাশ আর জামিন পার্থক্য। ২০২০ সালে এই ফেব্রুয়ারি মাসেই দক্ষিণ আফ্রিকা থেকেদেশে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মিরপুরে ছিল এলাহি অবস্থা! শুধু মিরপুরই বা কেন? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গোটা রাস্তায় যে মজেছিল মিছিল আর স্লোগানে। গোটা দেশ মেতেছিল বিজয়ের উল্লাসে। বিশ্বজয়ের শিরোপা উঁচিয়ে দেশে ফিরেছিল আকবর আলি ও তার দল।

দুই বছর পর ২০২২ সালের ফেব্রুয়ারি, আজ (রোববার) বিকেল ৪.৫৫টায় ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টার আর দুবাই ট্রানজিট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মিরপুর তো বটেই, যুব দলটির দেশে ফেরার খবরে বিন্দুমাত্র প্রভাব পড়েনি বিমানবন্দরে। দলটি যে ফিরবে কবে, সে খবরই বা রেখেছিল কজন .

এবারের বিশ্বকাপে ভরাডুবি রাকিবুল হাসানের দলের। ১৬ দলের টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নেমে ৮ নম্বর শেষ করে। শূন্য হাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শেষ হয় যুব টাইগারদের।

No comments

Theme images by Goldmund. Powered by Blogger.