Header Ads

Study abroad in Spain

জয়ী হয়ে কাঁদতে কাঁদতে যা বললেন নিপুণ

 

জয়ী হয়ে কাঁদতে কাঁদতে যা বললেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়েছে নায়িকা নিপুণকে। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে তাকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় জায়েদ খানের প্রার্থীতা বাতিল করা হয়েছে। যিনি প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত জয়ী হলেন নিপুণ। তাই নিজের আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেঁদে ফেলেন নায়িকা। কাঁদতে কাঁদতে বলেন, “সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক প্রমাণ ছিল। আমি অনেকভাবে গিয়েছি পীরজাদার (নির্বাচন কমিশনার) কাছে। তিনি আমাকে সহযোগিতা করেননি। সত্যের জয় হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কিছু বলার নেই।”

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে শিল্পী সমিতির নির্বাচনের অনিয়মের বিষয়টি তদন্ত করেছে আপিল বোর্ড। সেই তদন্তে তারা প্রমাণ পায় যে, জায়েদ খান টাকার বিনিময়ে ভোট কিনেছেন। কয়েকজন ভোটার লিখিত অভিযোগ পর্যন্ত করেছেন আপিল বোর্ডের কাছে। এ কারণেই তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।

কেবল জায়েদ খান নন, অনিয়ম করার অভিযোগে প্রার্থীতা হারিয়েছেন কার্যনির্বাহী সদস্য প্রার্থী চুন্নুও। তার পরিবর্তে জয়ী ঘোষণা করা হয়েছে নাদির খানকে।

উল্লেখ্য, এই নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন। গত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগরকে হারিয়ে তিনি নির্বাচিত হন।

No comments

Theme images by Goldmund. Powered by Blogger.