Header Ads

Study abroad in Spain

পশ্চিম মীরহাজীর বাগ রাস্তায় চাঁদাবাজি রুখবে কে

পশ্চিম মীরহাজীর বাগ রাস্তায় চাঁদাবাজি রুখবে কে


  স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন

 পশ্চিম মীরহাজীর বাগ এলাকায় ফুটপাত ও প্রধান রাস্তায় দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে সকালে কাঁচা বাজার বসে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বাজারের দায়িত্বে রয়েছেন ৫১ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগ তাদের বিরুদ্ধে এ বাজারে থেকে চাঁদাবাজি করারও অভিযোগ রয়েছে।

 প্রতিদিন সকাল ৬ থেকে রাত ৮টা পর্যন্ত . পশ্চিম মীরহাজীর বাগ থেকে দয়াগঞ্জ সড়কে এ বাজার বসে বাজারে মাছ,তরি-তরকারি সহ প্রায় ৬০টি’ দোকান বসানো হয়। এসব দোকান থেকে প্রতিদিন ২শ’ থেকে ৩শ’ টাকা চাঁদা তোলার অভিযোগ রয়েছে।

 ৬০টির মধ্যে ১০ টি মাছের দোকান। বাকি গুলো সবজি ও অন্য দোকান। মাছের ও সবজির দোকান থেকে নেয়া হয় ২৯০ টাকা সকালে স্থানীয় স্কুলগামী শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকে পড়তে হয় বিপাকে রাস্তায় দোকান বসার কারণে মাঝে মাঝে সৃষ্টি হয় যানজট।

সরেজমিন দেখা যায়, মূল সড়ক ও ফুটপাতে বসেছে সারি সারি দোকান। ক্রেতাদের উপচেপড়া ভীড়। সড়ক প্রায় বন্ধ বললেই চলে। দেখা যায় সকাল সাড়ে ৭টার দিকে একজন ব্যক্তি প্রতিটি দোকান থেকে চাঁদা তুলছে। আর কয়েকজন তদারকি করছে কেউ চাঁদা দেয়ার বাকি আছে কি না।

 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন এক কর্মী ময়লা পরিষ্কার বাবদ দোকান প্রতি নিচ্ছে ২০ টাকা করে। যাত্রাবাড়ী থানার পুলিশের কয়েকজন কর্মকর্তা এসে প্রতিদিন ১৫শ’ টাকা নেয়। স্থানীয় এক ব্যক্তি জানান, এখানে যারা চাঁদা তোলে তাদের সবাই ভয় পায়।

 এরা পুলিশি পাহারায় এখানে অবৈধ বাজার বসিয়ে চাঁদাবাজি করছে। অবৈধ বাজার টি গত ১১/২/২০২১ইং তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের একটি টিম কাঁচাবাজার টি উচ্ছেদ করা হয় । আভিজান করার ৪ থেকে ৫ দিন বন্ধ থাকলেও ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রশাসন ও নেতাদের ছত্রছায়া চলছে অবৈধ কাঁচাবাজার ।

No comments

Theme images by Goldmund. Powered by Blogger.