Header Ads

Study abroad in Spain

সাতক্ষীরা সীমান্তে অনুপ্রবেশের সময় একই পরিবারের তিনজন আটক।

সাতক্ষীরা সীমান্তে অনুপ্রবেশের সময় একই পরিবারের তিনজন আটক।


সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় একই পরিবারের তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাত সাতক্ষীরার ভোমরা থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার পাটনীখালী গ্রামের ক্ষীতিশ মণ্ডল (৩৬), তাঁর স্ত্রী মুক্তা মণ্ডল (২৬) ও তাঁর মেয়ে (১০)।


সাতক্ষীরা ৩৩ বিজিবির লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, ভোমরা সীমান্ত দিয়ে কয়েক বাংলাদেশি অবৈধভাবে দেশে আসছেন, এ খবর পেয়ে বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ওই তিনজনকে আটক করে। পরে তাঁদের পদ্মশাখরা এলাকায় কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার পর তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ২৮ এপ্রিল থেকে এ পর্যন্ত ৪৮ বাংলাদেশি ও তিন মানব পাচারকারীকে আটক করেছে।

No comments

Theme images by Goldmund. Powered by Blogger.